ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা টিস্যুতে আস্থা ক্রেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বসুন্ধরা টিস্যুতে আস্থা ক্রেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের আস্থা অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত এই টিস্যু উৎপাদন করছে।

ফলে অন্য যেকোনো টিস্যুর চেয়ে বসুন্ধরা টিস্যু সেরা।

‘সমৃদ্ধির পথে মিলি একসাথে’ স্লোগান নিয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের একটি হোটেলে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম ২০১৫’ এর সাফল্য উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) মো. মাসুদুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলসের যাত্রা শুরু হয় ২০০০ সালে। প্রথম দিকে মাসে মাত্র ২০ টন করে পণ্য উৎপাদন করতো প্রতিষ্ঠানটি। তবে গুণগত মান ধরে রেখে ক্রেতাদের আস্থা অর্জন করায় মিলটি বর্তমানে প্রতিমাসে ১৮০০ থেকে দুই হাজার মেট্রিক টন করে পণ্য উৎপাদন করছে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের যশোরের পরিবেশক আফিল গ্রুপের পরিচালক মাহবুবুল আলম লাভলু এ সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) শাহীনুর রহমান, বিক্রয় ব্যবস্থাপক অহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক আলমগীর হোসেন ও দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসে দায়িত্বরত বিশেষ প্রতিনিধি ফখরে আলম।

এসময় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মোস্তফা কামাল ও মামুনর রশিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে যশোর অঞ্চলের ১৬০ জন খুচরা ব্যবসায়ী মধ্যাহ্নভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।