ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ‘চট্টগ্রাম ঘোষণা’ স্বর্ণাক্ষরে লেখা থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
প্রধানমন্ত্রীর ‘চট্টগ্রাম ঘোষণা’ স্বর্ণাক্ষরে লেখা থাকবে মো. নজিবুর রহমান

ঢাকা: ব্যবসায়ীদের কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চট্টগ্রাম ঘোষণা’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে কর দিতে ব্যবসায়ীদের প্রতি তার আহ্বান রাজস্ববান্ধব সংস্কৃতিকে আরও সুদৃঢ় করবে।


 
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব কথা বলেন।
 
৩০ জানুয়ারি চট্টগ্রামে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে’র উদ্বোধনকালে দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের নিয়মিত কর দিতে আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর এ আহ্বান রাজস্ব বোর্ডের ইতিহাসে ‘চট্টগ্রাম ঘোষণা’ হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কর প্রদানে ব্যবসায়ীরাও উৎসাহ পাবেন।
 
চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা এক লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা অর্জনের দৃঢ় প্রত্যয়ে বোর্ড নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।