ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাইডেলবার্গ সিমেন্টের সম্প্রীতি সন্ধ্যা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, ফেব্রুয়ারি ৬, ২০১৬
হাইডেলবার্গ সিমেন্টের সম্প্রীতি সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হাইডেলবার্গ সিমেন্ট তাদের দেশসেরা দু‘টি ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের চ্যানেল পার্টনারদের নিয়ে সম্প্রতি হবিগঞ্জের দি প্যালেস রিসোর্টে এক আড়ম্বরপূর্ণ সম্প্রীতি সন্ধ্যার আয়োজন করে।

এতে স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের ব্যবসায়িক সহযোগী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস সৈয়দ আবু আবেদ সাহের এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা চ্যানেল পার্টনারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চ্যানেল পার্টনারদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও হাইডেলবার্গ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদুল্লাহ রিয়াদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।