ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পূবালী ব্যাংক-ওশ্যান প্যারাডাইস’র সমঝোতা স্মারক সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পূবালী ব্যাংক-ওশ্যান প্যারাডাইস’র সমঝোতা স্মারক সই

ঢাকা: পূবালী ব্যাংক লিমিটেড এবং ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট’র পক্ষে হেড অব সেলস্ খায়রুল আনাম সম্প্রতি এ সমঝোতা স্মারকে সই করেন।



চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা কক্সবাজারে অবস্থিত ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে পিক সিজনে ৪০ শতাংশ, অফ পিক সিজনে ৫০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের হেড অব কার্ড ও উপ-মহাব্যবস্থাপক হালিমা খাতুন, কার্ড বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খালেদ আল মাসুদ, ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস সহকারী ম্যানেজার অহিদুল ইসলাম অভি, পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।