ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

ঢাকা: শুরু হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড-এর শিক্ষানবিশ কর্মকর্তাদের চতুর্থ ব্যাচের মাসব্যাপী বুনিয়াদ প্রশিক্ষণ কোর্স।

সম্প্রতি ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মো. গোলাম নবী, ক্রেডিট বিভাগের প্রধান হারুন-অর-রশিদ, ট্রেনিং ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ও এ.ভি.পি মান্নান ব্যাপারীসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা।    

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।