ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আমদানিকারকের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আমদানিকারকের কারাদণ্ড

চট্টগ্রাম: পূবালী ব্যাংকের প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের দায়ে নুরুল আলম নামে এক আমদানিকারককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।   একই রায়ে আদালত তাকে আত্মসাৎ করা অর্থ জরিমানা হিসেবে প্রদানের আদেশও দিয়েছেন।

 

রোববার (০৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ দণ্ডাদেশ দিয়েছেন।

ভোগ্যপণ্য আমদানিকারক নুরুল আলম নগরীর খাতুনগঞ্জের মেসার্স জামান এণ্ড ব্রাদার্সের মালিক।   বর্তমানে তিনি পলাতক আছেন।

মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নাঈম ভূঁইয়া বাংলানিউজকে জানান, পূবালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে ১৩ লাখ ৬৪ হাজার ৪’শ টাকা পরিশোধ করেননি আসামি নুরুল আলম।   পরিশোধের জন্য চেক দিলেও তা ডিজঅনার হয়।  

এ ঘটনায় ২০১৪ সালের ১৫ এপ্রিল পূবালী ব্যাংকের পক্ষ থেকে এনআইটি অ্যাক্টের ১৩৮ ধারায় নুরুল আলমের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের হয়।   চলতি বছরের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।   ৩ ফেব্রুয়ারি বাদির সাক্ষ্য নেয়ার পর রোববার এ রায় দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরডিজি/টিসি  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।