ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নদীভাঙন রোধে সহায়তা দেবে নেদারল্যান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
নদীভাঙন রোধে সহায়তা দেবে নেদারল্যান্ড বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ / ফাইল ফটো

ঢাকা: তৈরি পোশাকশিল্প, কৃষিপণ্য তৈরি ও বিপনন সহায়তার পর এবার দেশের নদীভাঙন রোধে ৫০০ কোটি টাকা সহায়তা দেবে নেদারল্যান্ডস।

সোমববার (০৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিজ লিওনি কিউলেন’র সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নেদারল্যান্ডস আমাদের তৈরি পোশাক শিল্পেও সহায়তা করছে। তারা তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। গ্রামীণ অবকাঠামোতে তারা সহায়তা দিতে চায়। এবার তারা ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এ সহযোগিতা পেলে নদীভাঙন রোধ করা সম্ভব হবে।  

তোফায়েল আহমেদ বলেন, রানা প্লাজা ধ্বসে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য ২২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ইলেকট্রিক্যাল ফায়ার সেফটিতে তারা সহায়তা দিয়েছে। তৈরি পোশাক কারখানাগুলোকে যাতে আরো আধুনিক করা যায় সেজন্যও তারা সহায়তা দেবে। ১০৭টি দেশে ওষুধ রফতানি হয়। নেদারল্যান্ডস তাদের অন্যতম।

বাণিজ্যমন্ত্রী বলেন,  গামীণ অবকাঠামো, শিক্ষা, পানিসহ অন্যান্য ক্ষেত্রে নেদারল্যান্ডস সহায়তা দেবে। তারা বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। কৃষি পণ্য তৈরি ও বিপণনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা এ ক্ষেত্রে আরো সহায়তা দেবেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।