ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে ব্র্যাক ব্যাংকের ১৬৮তম শাখা উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সাভারে ব্র্যাক ব্যাংকের ১৬৮তম শাখা উদ্বোধন

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংকের ১৬৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের হাজি আশরাফ শপিং কমপ্লেক্সে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।



এসময় মন্ত্রী বলেন, সব বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন।

আগুন সন্ত্রাসীদের আন্দোলন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে পদ্ম‍াসেতুর কাজ চালিয়ে যাচ্ছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, হেমায়েতপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার গোপাল শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।