ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে অনুমোদন পেল ৮ প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
একনেকে অনুমোদন পেল ৮ প্রকল্প ছবি: পিএমও

ঢাকা: ২ হাজার ৮৬৫ কোটি টাকা ৪ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে সরকার থেকে ১ হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা এবং ১ হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য জানিয়েছেন।
 
প্রকল্পগুলো হচ্ছে-মোবারকপুর তেল/গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প। পাবনার সাঁথিয়া উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের মোট ব্যয় হবে ৮৭ কোটি ৪৬ লাখ টাকা।
৮১৬ কোটি টাকা ব্যয়ে পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলার সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পেও অনুমোদন পেয়েছে সভায়। এর মোট ব্যয় ৫৫১ কোটি ৫০ লাখ টাকা।
বৈঠকে ৭৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্পেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

জাতীয় প্রাণিসম্পদ ও পোল্ট্রি ব্যবস্থাপনা ইনস্টিটিউট এবং রোগ অনুসন্ধান গবেষণাগার স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৮০ লাখ টাকা।
মযমনসিংহ ও নেত্রকোনা জেলা অংশ প্রকল্পের ব্যয় ৪৫৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে আন্ত‍ঃজেলা সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এছাড়া ১০২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক সভা।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।