ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল বারী

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
এক্সিম ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল বারী

ঢাকা: এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শাহ মো. আব্দুল বারী। এর আগে তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহ মো আব্দুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। পরে ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় আব্দুল বারী সেরা পারফরমার হিসেবে পরপর ৩ বার স্বর্ণপদক লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।