ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘রেগুলেটরি কমপ্লায়েন্স ইন ডিপোজিট অ্যাকাউন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।



এতে সভাপতিত্ব করেন ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. আবুল কাশেম, ইকবাল হোসেন আহমেদ এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকী।

হাবিবুর রহমান অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে নতুন কর্মজীবন শুরু করার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।