ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিডিবিএল’র ভাইস চেয়ারম্যান হলেন বুলবুল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সিডিবিএল’র ভাইস চেয়ারম্যান হলেন বুলবুল এ কে এম নুরুল ফজল বুলবুল

ঢাকা: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি সিডিবিএল-এর বোর্ড সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানানো হয়।



নুরুল ফজল বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি আইনে স্নাতক ডিগ্রি লাভ করে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হন।

তিনি সান লাইফ ইনস্যুরেন্স ও জাপান-বাংলাদেশ মেডিকেলের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ও উপদেষ্টা। একই সঙ্গে তিনি পিপিপি, আইআইএফসি এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালক, ইসলামী ব্যাংকগুলোর একমাত্র সংগঠন আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান, বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বিএবি-এর গবেষণা সচিব এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।