ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ অর্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রাজস্ব লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ অর্জিত

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট রাজস্ব লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। যা ইতোমধ্যে (৮ ফেব্রুয়ারি সোমবার) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন।

ডিসেম্বর পর্যন্ত ৭৭ হাজার ৯৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা। যেখানে বিগত বছর একই সময় ছিল ৫৯ হাজার ৯৪ কোটি ৯৪ লাখ টাকা। আদায় প্রবৃদ্ধি ১৫ দশমিক ২১ শতাংশ।
 
রাজস্ব আদায় ধারাবাহিকতায় প্রথম ৬ মাসে মোট লক্ষ্যমাত্রার ৩৫ থেকে ৪০ শতাংশ ও পরবর্তী ৬ মাসে ৬০ থেকে ৬৫ আদায় হয়। চলতি অর্থবছর ডিসেম্বর পর্যন্ত আদায় মোট ৩৯ শতাংশ অর্জিত হয়েছে।

বর্তমান অর্থবছরের অবশিষ্ট সময়ে এডিপি বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক, আমদানি, রফতানি ও বিনিয়োগ বৃদ্ধি হলে লক্ষ্যমাত্রা অর্জন সহজতর হবে।

এরইমধ্যে অর্থমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর বদ্ধপরিকর। ‘ব্যর্থতা ছাড়া সব পথ খোলা’ এ নীতি অনুসরণ করছেন কর্মকর্তারা।

দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১৮ লাখ। এরমধ্যে সাড়ে ১১ লাখ রিটার্ন জমা দিয়েছেন। করদাতার সংখ্যা বাড়াতে জরিপ কার্যক্রমকে আরও বেগবান করতে এনবিআরকে নির্দেশনা দেন অর্থমন্ত্রী।

এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব ভান্ডারকে সুসংহত ও অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করার দৃঢ় প্রত্যয়ে সব অংশীদারদের সহযোগিতায় আমরা কাজ করছি। করনেট বৃদ্ধি করতে চলতি অর্থবছরে দেশব্যাপী ৩ লাখ ২০ হাজার নতুন করদাতাকে করনেটে আনার লক্ষে জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে মাঠ পর্যায়ের করঅঞ্চলসমূহ থেকে জরিপ কার্যক্রম বাস্তবায়নের জন্য কর অঞ্চলভিত্তিক একাধিক জরিপ টিম গঠন করা হয়েছে। প্রতিটি জরিপ টিমের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় জীবনের সর্বত্র একটি রাজস্ব ও করদাতাবান্ধব সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চলতি অর্থবছরে রাজস্বের এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।