ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বিনট পিয়েরে লারমের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিজিএমইএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



বিজিএমইএ সূত্রে জানা গেছে, বৈঠকে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর নেতারা বাংলাদেশে কর্মস্থলের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই কর্মপরিবেশের যাতে আরো উন্নয়ন ঘটানো হয়, সে বিষয়ে কাজ করার জন্য বিজিএমইএ নেতাদের পরামর্শ দিয়েছেন তারা। এসব ক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলো সেবা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বিজিএমইএ নেতারা বাংলাদেশে কর্মস্থলের নিরাপত্তায় বিজিএমইএ’র নেওয়া পদক্ষেপসমূহ তাদের সামনে তুলে ধরেন।

বিজিএমইএ’র মহাসচিব এহসান উল ফাত্তাহ জানিয়েছেন, বৈঠকে বিজিএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন- এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানসহ অন্যরা।

এদিকে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএসডব্লিউ’র প্রেসিডেন্ট কোলেন বুরকে, পাবলিক সার্ভিস অ্যালায়ান্স অব কানাডার প্রেসিডেন্ট রবার্ট কিংসটনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।