ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেজারি ডিভিশনের ট্রেজারি কার্যক্রম ও এর ঝুঁকি বিষয়ক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এফ শরীফুল ইসলাম।

জাতীয় অর্থনীতিতে ব্যাংকটির ট্রেজারি বিভাগকে আরও গতিশীল ভূমিকা রাখার জন্য সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, ওয়াসিফ আলী খান, ট্রেজারি ডিভিশনের প্রধান ও এসইভিপি আব্দুস সোবহান খান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, নির্বাচিত শাখা ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।