ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নকল কার্ড দিয়ে টাকা উত্তোলন

ছাড় পাবে না ইস্টার্ন ব্যাংকের জড়িত কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ছাড় পাবে না ইস্টার্ন ব্যাংকের জড়িত কর্মকর্তারা

ঢাকা: গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নকল কার্ড দিয়ে টাকা তোলার সঙ্গে জড়িত বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সিতাংশু কুমার সুর চৌধুরী।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত “ডায়ালগ অন ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনকুশন স্ট্র্যাটেজি ডেভেলোপমেন্ট ফর বাংলাদেশ ব্যাংক” শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।



সিতাংশু কুমার বলেন, কোনো ব্যাংক থেকে যদি হঠাৎ করে আমানত উইথড্র হয়ে যায় এটি অবশ্যই উদ্বেগের কারণ। বাংলাদেশ ব্যাংকের অনসাইট পরিদর্শক দল বিষয়টি তদন্ত করে দেখবে এবং এর সঙ্গে ইবিএল’র যেসব কর্মকর্তা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করা হবে। কোনো ব্যাংকের নিরাপত্তাজনিত দুর্বলতা থাকলে তার দায় ব্যাংককেই নিতে হবে।

প্রকৃত কারণ খুঁজে বের করতে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক নিজেরাও তদন্ত করে দেখবে, যোগ করেন সিতাংশু কুমার।

এর আগে বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের নকল এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের বিভিন্ন বুথ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়।

বিষয়টি অবগত হওয়ার পরে এটিএম লেনদেন বন্ধ করে দেয় ইবিএল।   সন্ধ্যা ৬টার দিকে ফের এটিএম চালু করা হলেও ইবিএল’র কার্ড দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তোলা বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেট: ১৮১৮ ঘণ্টা.
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।