ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাভেলো আইসক্রিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
লাভেলো আইসক্রিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘লাভেলো' নামে নতুন আইসক্রিম।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসক্রিমটির উদ্বোধন করেন তাওফিকা অ্যাগ্রো ফুডস অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো. একরামুল হক।



একরামুল হক তার বক্তব্যে বলেন, লাভেলো ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে স্বাদে এনেছে ভিন্নতা। দামেও রয়েছে অন্যদের তুলনায় সবার কাছে গ্রহণযোগ্য। মিনি কাপ, মিনি কোন, বক্স আইসক্রিম থাকছে লাভেলোর।

এই আইসক্রিমগুলোর মূল্য ১২ টাকা থেকে ১৪৫ টাকার মধ্যে থাকবে। সবার সাধ্যের বিষয়টি মাথায় রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভালোবাসা দিবসে যাত্রা শুরু করলো লাভেলো আইসক্রিম। প্রতি বছর এই দিনটিকে স্মরণীয় করতে ‘লাভেলো ডে’ উদযাপান করবে। বিশেষ এই দিনে লাভেলো সারাদেশে বর্ণিল আয়োজনে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের ভালুকায় লাভেলোর রয়েছে নিজস্ব ফ্যাক্টরি। সেখানেই তৈরি হচ্ছে বিশ্বমানের ও অনন্য স্বাদের এই আইসক্রিম বলে জানায় লাভেলো কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার এস এম মমোতাজুল ইসলাম, হেড অব অপারেশনস পি ডব্লিউ গুনাপালা, হেড অব প্লানিং অ্যান্ড মার্কেটিং পারভেজ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/ আপডেট: ১৩৫৪ ঘণ্টা
এসএম/আরএইচএস/আরআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।