ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা সমূহের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা জোনের প্রধান মো. ফজলুর রহমানের (আশরাফী) সভাপতিত্বে দিনব্যাপী  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম উপস্থিত ছিলেন।

এসময় ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ১৬টি শাখার ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তাসহ প্রায় ৬০জন কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।