ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক

খেলাপী ঋণ কমেছে ৩৩শ’ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
খেলাপী ঋণ কমেছে ৩৩শ’ কোটি টাকা

ঢাকা: বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপকে সহজ শর্তে পুনঃতফসিলসহ নানান সুবিধা দেওয়ায় ব্যাংক খাতের খেলাপী ঋণ কমেছে।

গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপী ঋণ দাঁড়িয়েছে ৫১হাজার ৩৭১ কোটি টাকা।

আর সেপ্টেম্বরের তুলনায় ৩ হাজার ৩৩৭ কোটি টাকা বা ৮ দশমিক ৯ শতাংশ খেলাপী ঋণ কমেছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে সামগ্রিক খেলাপী ঋণ কমেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের ২১ দশমিক ৪৬ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ২১ দশমিক ৮৪ শতাংশ।
 
বিশেষায়িত খাতের ব্যাংকগুলোর খেলাপী ঋণ কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৪ শতাংশে, যা আগের প্রান্তিকে ২৪ দশমিক ৬৪ শতাংশ ছিল।
বেসরকারি ব্যাংকগুলোতে আগের প্রান্তিকের ৫ দশমিক ৬৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক শুন্য ৮৫ শতাংশে নেমেছে।

বিদেশি ব্যাংকগুলোতে এ হার ৮ দশমিক ২৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭ শতাংশে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।