ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একমির বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন

অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
একমির বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন

ঢাকা: আগামীতে বিপণন ও বিক্রয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্য একমি ল্যবরেটরিজ লিমিটেডের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সী প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে একমির আগামী দিনের দিক নির্দেশনামূলক ও সুপরিকল্পিত কর্মকৌশলগুলো সংশ্লিষ্ট সবার সামনে উপস্থাপিত হয়।
 
অনুষ্ঠানে একশোরও বেশি কর্মীকে ২০১৫ সালে মূল্যবান অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়েছে।

সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিল আর সিনহা, পরিচালক নাগিনা আফজাল সিনহা, জাহানারা মিজান  সিনহা, সাবরিনা সিনহা, ফাহিম সিনহা,  সিলভানা সিনহা, পরিচালক (সেলস) গোলাম রব্বানী ভূঁইয়া, উপদেষ্টা (বিপণন) অনিমেষ পাল, মহাব্যবস্থাপক (বিপণন) মিনার হোসেন খান, ডিজিএম (সেলস) এস. তরফদার ও বিক্রয় বিভাগের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।