ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড হসপিটালের বিল পেমেন্ট বিকাশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইউনাইটেড হসপিটালের বিল পেমেন্ট বিকাশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিকাশ ব্যবহারকারীরা এখন থেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসা বিল পেমেন্ট করতে পারবেন বিকাশ দিয়ে।   সম্প্রতি বিকাশ ও ইউনাইটেড হসপিটালের মাঝে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।



বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং ইউনাইটেড হসপিটালের এমডি মুজিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ঢাকার গুলশানে অবস্থিত ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন ৪৫০ শয্যা বিশিষ্ট ইউনাইটেড হসপিটাল বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহৎ‍ হাসপাতাল।  

বিকাশ ব্যবহারকারীকে  প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’  নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টার‌অ্যাক্টিভ ধাপ অনুসরণ করে পেমেন্ট করা যাবে। বিকাশ দিয়ে পেমেন্টে গ্রাহককে কোনো চার্জ প্রদান করতে হয় না।

বিকাশ অ্যাকাউন্ট খোলাও একদম ফ্রি। যেকোনো পূর্ণবয়স্ক ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং দুই কপি ছবি দিয়ে বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে দেশজুড়ে বিকাশের ১ লাখেরও বেশি এজেন্ট রয়েছেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হসপিটালের চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ড. শাগুফা আনোয়ার, ম্যানেজার শাহরিয়ার আহমেদ, ডেপুটি ইনচার্জ আশরাফ উল মাসুম, এবং বিকাশের হেড অব বিজনেস সেলস, গোলাম আঞ্জুমানারুল ইসলাম, মাহমুদ আব্দুল্লাহ হারুন, হেড অব হিউম্যান রিসোর্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এম- কমার্স) এ এম সিরাজুল মওলা।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।