ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় চুক্তি স্বাক্ষর ফাইল ফটো

ঢাকা: পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য উন্নত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং সরাসরি পরিবার পরিকল্পনা উপকরণাদি পাওয়ার লক্ষে বিজিএমইএ, ডিজিএফপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্লানিং) ও ইএইচবি (এনজেন্ডারহেলথ বাংলাদেশ) এর মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।



সমঝোতা স্মারকে বিজিএমইএ’র পক্ষে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, ডিজিএফপি’র পক্ষে ডিজিএফপি’র ডাইরেক্টর জেনারেল মো. ওয়াহিদ হোসেন এনডিসি এবং ইএইচবি’র পক্ষে ইএইচবি’র প্রকল্প পরিচালক, মায়ের হাসি-২ ও দেশীয় প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সাল স্বাক্ষর করেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, দেশের পোশাক শিল্পে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নতকরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সেই কার্যক্রম এ ধাপ এগিয়ে গেলো। এর মাধ্যমে নারী শ্রমিকরা আরও উন্নত প্রজনন সেবা পাবেন।

তাছাড়া নারীদের স্বাস্থ্যগত সেবার দিকে থেকে যেকোনো সহায়তা করা হবে এই চুক্তির মাধ্যমে।   এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক জনাব মো. আতিকুল করিম খান (লিপু)।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইউএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।