ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নোয়াখালীতে বসুন্ধরা টিস্যু পণ্যের সাফল্য উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
নোয়াখালীতে বসুন্ধরা টিস্যু পণ্যের সাফল্য উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নোয়াখালী: ‘সমৃদ্ধির পথে মিলি একসাথে’ স্লোগানে নোয়াখালী শহরের মাইজদীতে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৫ এর সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর উপজেলা পরিষদ সংলগ্ন নাইস গেস্ট হাউসে এর আয়োজন করা হয়।



নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চলের বসুন্ধরা টিস্যুর বিক্রয় প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর রহমান।

যূঁথিকা যূঁথির সঞ্চালনায় ও কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার আতিকুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বসুন্ধরা পেপার মিলসের বিক্রয় ব্যবস্থাপক (কুমিল্লা অঞ্চল) মো. নুর উদ্দিন তারেক, বসুন্ধরার পরিবেশক নোয়াখালী মাইজদীর সুলভ বিতানের বাবু তাপস সাহা, বসুন্ধরা পেপার মিলসের বিক্রয় ব্যবস্থাপক (নোয়াখালী অঞ্চল) মো. সেলিম রেজা প্রমুখ।

এ সময় বসুন্ধরা টিস্যু পণ্যের বিপণন বিষয়ে ব্যবসায়ীরা নানা মতামত তুলে ধরেন। পরে প্রধান অতিথি মো. শাহিনুর রহমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
 
অনুষ্ঠানের শেষে বিকেলে দুই শতাধিক বিক্রয় প্রতিনিধির উপস্থিতিতে আকর্ষণী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন সৌভাগ্যবান বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।