ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকের সঙ্গে হাবের সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আল-আরাফাহ ব্যাংকের সঙ্গে হাবের সমঝোতা স্মারক

ঢাকা: এখন থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সব শাখায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য এজেন্সিগুলোর হজযাত্রীদের হজের অর্থ লেনদেন করা যাবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও হাবের সভাপতি মো. ইব্রাহিম বাহার এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।



এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য আব্দুল মালেক মোল্লা।

সমঝোতা চুক্তির ফলে দেশব্যাপী হাবের সদস্য এজেন্সিগুলো আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধা পাবে। সেই সঙ্গে হাজিদের সুবিধার্থে প্রতিটি শাখায় বিশেষ হজ সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবা দেওয়ার পাশাপাশি হজযাত্রীদের জন্য বিশেষ কার্ড দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, এস এম জাফর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন, এস এম কাউসার, ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান, জালাল আহমেদ এবং হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হেলাল, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল এবং অর্থ-সচিব ফজলুল ওয়াহাব মামুন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।