ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২য় দিনের মতো হিলিস্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
২য় দিনের মতো হিলিস্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ফাইল ফটো

হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো সবধরনের পাথর রফতানি বন্ধ রেখেছেন সেদেশের এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পাথরবাহী কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।

তবে বন্দর দিয়ে অন্যান্য সব পণ্যের আমদানি ও ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, বুধবার দ্বিতীয় দিনের মতো ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশে পাথর রফতানি না করার ফলে বন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে অন্যান্য সব পণ্যের আমদানি ও বন্দরের ভেতরে ট্রাকহতে পণ্য ওঠানো, নামানো পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভারতীয় রফতানিকারকদের দাবি বিষয়ে অ্যাসোসিয়েশন নেতারা বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীর (নেপাল) সঙ্গে বৈঠকে বসতে সময় চেয়েছে। তিনি এখনও এবিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোর ফলে বৈঠক অনুষ্ঠিত হয়নি।

বন্দরের ভেতরে জায়গার অভাবে ভারতীয় পাথরবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের পর বন্দরের রাস্তার উপর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে সময়মতো ট্রাক হতে পণ্য খালাস না হওয়াই ট্রাকগুলোকে জরিমানা দিতে হয়। বন্দরের ভেতরে পাথরের ট্রাক প্রবেশ করলেও সময়মতো তা আনলোডের ব্যবস্থা করা হয় না।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে এমন অব্যবস্থাপনার অভিযোগ এনে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে সব ধরনের পাথর রফতানি বন্ধ করে দেয় ভারতের হিলি অ্যাক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।