ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির ৫২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।

এতে কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সদস্য নাজমুল আহসান খালেদ, হাফেজ মো. এনায়েত উল্লাহ্, আহামেদুল হক, এ এন এম ইয়াহিয়া, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এব কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন সভায় অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।