ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রজেক্টর স্থাপনে বিএএফ শাহীন কলেজে ন্যাশনাল ব্যাংকের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
প্রজেক্টর স্থাপনে বিএএফ শাহীন কলেজে ন্যাশনাল ব্যাংকের সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার বিএএফ শাহীন কলেজের শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপনের জন্য চার লাখ টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষিত করার জন্য এ অনুদান দিয়েছে ব্যাংকটি।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কলেজের অধ্যক্ষ এ এইচ এম আমিরুল আহসানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান শাহ সৈয়দ আব্দুল বারী।

এসময় ব্যাংকের এভিপি (সিএসআর ডেস্ক) মো. মাহবুবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামিদ সোহাগ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।