ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা

কৃষিতে স্বপ্ন পূরণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
কৃষিতে স্বপ্ন পূরণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেই কৃষি খাতে একটা কিছু করতে চাচ্ছেন। কিন্তু মূলধনের অভাবে তা আর হয়ে উঠছে না।

ফলে স্বপ্ন স্বপ্ন-ই থেকে যাচ্ছে। থেমে যাচ্ছে জীবনের স্বাচ্ছন্দ্যময় পথ চলা। সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন।
 
আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হাত বাড়িয়ে দিচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। সংশ্লিষ্ট এসব বিষয়ে ২৯ ধরনের ঋণসেবা দিয়ে সহযোগিতা করছে দেশের রাষ্ট্রয়াত্ত এ ব্যাংকটি।

দুই দশক ধরে চলা এই ব্যাংকের মাধ্যমে যেকোনো শ্রেণির কৃষক ও খামারি আর্থিক সহায়তা নিয়ে ভাগ্য বদল করতে পারেন- এমনটাই জানালেন ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলায় ব্যাংকটির স্টলের কর্মীরা।
 
এ ব্যাংকের নানা সেবা সম্পর্কে জানতে আপনাকে চলে আসতে হবে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলায়। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১৮) শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত।
 
মেলার ১০৮ স্টলে পাওয়া যাচ্ছে ব্যাংকটির সেবা বিষয়ে সার্বিক তথ্য।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম বাংলানিউজকে জানান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দুই দশক ধরে কাজ করে যাচ্ছে ব্যাংকটি। ইতিমধ্যে সেবার পরিধি ও মান বাড়ায় গ্রাহকদের আস্থাও বেড়েছে কয়েক গুণ।
 
তিনি আরও জানান, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা, পরামর্শ ও বিভিন্ন তথ্য সরবরাহ করছে ব্যাংকটি। জামানতবিহীন ও স্বল্প সুদে ঋণসহ এই খাতে নানা আর্থিক সহযোগিতা করায় গ্রাহকদের মন জয় করছে এ ব্যাংক।
 
মোহম্মদ শামস-উল ইসলাম বলেন, ভবিষ্যতে প্রতিটি উপজেলায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা চালুর পরিকল্পনাও আছে। এতে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছা যাবে। ফলে ব্যাংকিং সেবাও নিশ্চিত হবে। বর্তমানে ২১৯ উপজেলা এই ব্যাংকের শাখা রয়েছে।

ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ব্যাংকটির মূল বৈশিষ্ট্য হলো- একেবারে প্রান্তিক জনগোষ্ঠী এখান থেকে সহজ শর্তে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বর্তমানে ব্যাংকটির কার্যক্রমে অনেক গতি বেড়েছে। ফলে সব শ্রেণির গ্রাহকই এখন উন্নত সেবা পাচ্ছেন। নতুন উদ্যেক্তারা ইচ্ছে করলেই এ ব্যাংকের সহযোগিতা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন।
 
ব্যাংকটির স্টল সূত্র জানায়, কৃষি, মৎস্য ও প্রাণিজ খাতে সহজ শর্তে যেসব ঋণ সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হলো- মৎস্য চাষ, গবাদি পশু ও গাভী পালন, নারী কর্মসৃজন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কিম, গরু মোটাতাজাকরণ, পোল্ট্রি ঋণ।
 
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার (কম্পিউটার উপবিভাগ) মো. মহিবুর রহমান তালুকদার বলেন, এমডি স্যারের নেতৃত্বে আনসার-ভিডিপি ব্যাংকের গতি অনেক বেশি বেড়েছে। এভাবে কৃষি খাতে ব্যাংকটির ঋণ সহায়তার মাধ্যমে দেশের কৃষি অর্থনীতি আরও এগিয়ে যাবে।
 
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
একে/আরএম

** ‘ওয়ান হেলথ’কে তুলে ধরছে একমি
** প্রাণিসম্পদের যাবতীয় সমাধান মিলছে ‘রেনেটা’য়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।