ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কম্পিউটার পণ্যে কর প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কম্পিউটার পণ্যে কর প্রত্যাহার

ঢাকা: কম্পিউটার পণ্যের ওপর সদ্য আরোপিত চার শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে।
 
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।


 
প্রজ্ঞাপনে বলা হয়, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও মূসক অব্যাহতি দেওয়া হলো। ফলে খুচরা বিক্রি ও আমদানিতে কোনো কর দিতে হবে না।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কম্পিউটার মনিটর ও যন্ত্রাংশ, প্রিন্টার, টোনার, রিবন, কারট্রিজ, মডেম, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার, ডেটাবেজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, ম্যাগনেটিক মিডিয়া, আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া, অ্যান্টি ভাইরাস, ফ্ল্যাশ মেমোরি কার্ডসহ সব পণ্যে মূসক প্রত্যাহার করা হয়েছে।
 
বাংলাদেশ সময় : ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরইউ/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।