ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী ১১তম শিল্প ও বাণিজ্য মেলা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় গোর-এ শহীদ বড় ময়দানে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইকবালুর রহিম।



দিনাজপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মো. রুহুল আমিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক সারওয়ার আশফাক লিয়ন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন স্থানের শতাধিক দোকান অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।