ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা চেয়ারম্যান

শর্টকাট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
শর্টকাট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শর্টকাট বলতে সফলতার কোনো সংজ্ঞা নেই। সফলতার জন্য কাজকে ভালোবাসতে হয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘বসুন্ধরা’র চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।


 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে নিউজটোয়েন্টিফোর’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বসুন্ধরা’র চেয়ারম্যান বলেন, শিক্ষা জীবনে কে ফার্স্ট ডিভিশন পেলো আর কে সেকেন্ড ডিভিশন পেলো সেটা বড় বিষয় নয়। বাস্তব জীবনে কে সফল হলো সেটাই বড় কথা।
 
তিনি বলেন, নিউজটোয়েন্টিফোর শুরুর আগেই বাজারে অনেক আলোচনা হচ্ছে। আমরা বাংলাদেশের এক নম্বর চ্যানেল হতে চাই। উদ্বোধনের দিন থেকেই একসঙ্গে সারা বিশ্ব থেকে দেখা যাবে চ্যানেলটি।
 
সফল এই শিল্পপতি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যেখানেই কাজ শুরু করেছে, সেখানেই ভালো করেছে। আমরা দেশের ষাট শতাংশ কাগজের যোগান দিচ্ছি। সিমেন্টে সর্বোচ্চ উৎপাদন করছি’।

তিনি বলেন, ‘আমরা মিডিয়া শুরু করেছি মাত্র কয়েক বছর হলো। এরই মধ্যে মিডিয়া জগতে সাড়া ফেলতে সক্ষম হয়েছি। এর প্রধান কারণ হচ্ছে, আমাদের মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। এখানে মালিকের কোনো ‍অস্তিত্ব নেই’।
 
নিউজটোয়েন্টিফোর’র কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সে কারণে আমাদের টিভিও সব সময় হবে নিরপেক্ষ। মানুষের জন্য যা কিছু ভালো করা যায়, করতে হবে’।
 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আহমেদ আকবর সোবহান বলেন, ‘তোমরা অনেক ভাগ্যবান, অনেক বিখ্যাত লোকের সান্নিধ্য পাচ্ছ। এখান থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তোমরাই একদিন বিশ্ব মিডিয়ায় নেতৃত্ব দেবে’।

বক্তব্যের শেষ পর্যায়ে নিউজটোয়েন্টিফোর’র হেড অব কারেন্ট ‍অ্যাফেয়ার্স সামিয়া রহমান অনুরোধ করেন তার জীবনের গল্প বলার জন্য। জবাবে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি যখন হাউজিং শুরু করি, তখন লোকজন আমাকে পাগল বলতো। অনেকে বলতো, লোকটা কিছু পয়সা পেয়েছে উড়িয়ে দিচ্ছে’।
 
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘হাউজিংয়ে জহুরুল ইসলামের তখন একচেটিয়া ব্যবসা। আমার স্ত্রী বলেছিলো, তোমাকে একদিনেই শেষ করে দেবে। আমি লক্ষ্য স্থির করে লেগে ছিলাম, আজকে সফল হয়েছি। জহুরুল ইসলামের চেয়ে আমাদের ক্ষেত্র দশগুণ বেশি বিস্তৃত’।
 
তিনি বলেন, ‘সরকার যা পারেনি, আমরা তা করেছি। সরকারের পুর্বাচলের চেয়ে কয়েকগুণ বড় বসুন্ধরার প্রকল্প’।

আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি যখন মিডিয়া শুরু করি, তখন অনেকে আমাকে ভয় দেখিয়েছিলো। কিন্তু মাত্র ৫ বছরে ভালো ‍অবস্থানে পৌঁছে গেছি’।
 
তিনি বলেন, ‘মিডিয়া বাংলাদেশকে অনেক দূর নিয়ে এসেছে। আরও অনেক দূর নিয়ে যেতে হবে’।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, নিউজটোয়েন্টিফোর’র সিইও ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোর’র হেড অব নিউজ ইব্রাহিম আজাদ, সিএনই শাহনাজ মুন্নী প্রমুখ।
 
মঙ্গলবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ০১ মার্চ পর্যন্ত। দেশের প্রথিতযশা সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকরা বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।