ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্লোবাল সিএসআর এক্সিলেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
গ্লোবাল সিএসআর এক্সিলেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাবর ছবি: সংগৃহীত

ঢাকা: গ্লোবাল সিএসআর এক্সিলেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সিএসআর কনসালট্যান্সি প্রতিষ্ঠান বিজকেয়ার’র প্রধান নির্বাহী (চিফ এক্সিকিউটিভ) মহিউদ্দিন বাবর।

গত ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মুম্বাইয়ের একটি হোটেলে বিশ্ব সিএসআর দিবস আন্তর্জাতিক কনফারেন্সে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।



সিএসআর সংক্রান্ত গবেষণা, প্রকাশনা ও কর্মকাণ্ডের জন্য এ সম্মানে ভূষিত হন বাবর। অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও এ সংক্রান্ত কাজে জড়িতরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘সিএসআর: হোয়াট নেক্সট’ বিষয়ের উপর এক প্যানেল আলোচনায় অংশ নেন বাবর।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।