ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকের অংশ ই-লাইব্রেরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকের অংশ ই-লাইব্রেরি ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার অংশ হিসেবে ই-লাইব্রেরি চালু করা হলো। এটি নিঃসন্দেহে দেশের সেরা লাইব্রেরি।

তবে এর সুরক্ষা ও মান যাতে অক্ষুন্ন থাকে সে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরির এ ভার্চুয়াল সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ই-লাইব্রেরি চালু করলো বাংলাদেশ ব্যাংক। একে সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের বিচক্ষণতা বাড়ানো দরকার। এ লাইব্রেরি সে কাজে কর্মীদের সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য আসলাম আলম, মুস্তফা কামাল মুজেরি, সাদেক আহমদ, সনৎ কুমার সাহা, হান্নানা বেগমসহ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৬২ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানের অধীনে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরির যাত্রা শুরু হয়। সেই থেকে এর উন্নয়ন কাজ চলছে। এরই ধারাবাহিকতায় একে ই-লাইব্রেরিতে উন্নীত করা হল। এ লাইব্রেরিতে ৭ হাজার ই-বুক, ২৫ হাজার ই-জার্নাল ও এক হাজার সিডি-ডিভিডি রয়েছে। সব মিলিয়ে এ লাইব্রেরিতে মোট ৫৬ হাজার রিসোর্স আইটেম রয়েছে।

আধুনিকায়নের অংশ হিসেবে এতে ওয়াই-ফাই নেটওয়ার্ক  ও  রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিটেকশন ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া এ লাইব্রেরিকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ও আমেরিকান সেন্টারের সঙ্গে ‍যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।