ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংকের এমডির অপসারণ চায় কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
অগ্রণী ব্যাংকের এমডির অপসারণ চায় কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় কেন তাকে অপসারণ করা হবে না তা ৩ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে চিঠিতে।

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক চিঠিটি ইস্যু করে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চিঠি পাওয়ার কথা স্বীকার করে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আব্দুল হামিদকেই চিঠি দিয়েছে। তিনি জবাব দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের সিদ্ধান্ত নিতে বলবে। আমরা সেভাবেই এগিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।