ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর পরিচালক পর্ষদের ২৮৭তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।


 
সভায় পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ খান, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, আব্দুস সামাদ, এ এন এম ইয়াহিয়া, ইঞ্জি. খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, নিয়াজ আহমেদ, মো. আশিক হোসেন, মোহাম্মদ এমাদুর রহমান, খালিদ রহিম, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২১০৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।