ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ২১টি শাখায় গ্রাহকদের ছেলে-মেয়েদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পাপেট শো’ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এছাড়া ২২ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতীকী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কর্মকর্তারা।

এসময় ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফারহাদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।