ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইবিএল-এএফসি হেলথ চুক্তি স্বাক্ষরিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইবিএল-এএফসি হেলথ চুক্তি স্বাক্ষরিত

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও এএফসি হেলথের মধ্যে চুক্তি সই হয়েছে।
 
সম্প্রতি ঢাকায় ইবিএল তাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবা দিতে এএফসি হেলথের সঙ্গে এ চুক্তিতে সই করে।

ইবিএল কনজ্যুমার ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম এ চৌধুরী এবং এএফসি হেলথ লিমিটেডের পরিচালক সাইদুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির ফলে ইবিএলের গ্রাহকরা এএফসি হেলথের কাছ থেকে নানা ধরনের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় ছাড় পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএফসি হেলথ লিমিটেডের হেড অব ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. তৌফিক হাসান, ইস্টার্ন ব্যাংকের হেড অব ডিরেক্টর বিজনেস এম খোরশেদ আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।