ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ চাটনিতে স্মার্টফোন জিতলেন ৩১ ভাগ্যবান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
প্রাণ চাটনিতে স্মার্টফোন জিতলেন ৩১ ভাগ্যবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ৩১ বিজয়ীর হাতে একটি করে স্যামসাং গ্যালাক্সি জে-৫ হ্যান্ডসেট তুলে দেওয়া হয়।



‘প্রাণ চাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ শ্লোগান নিয়ে গত ২২ ডিসেম্বর এ ক্যাম্পেইন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ।  

এর আগে ক্যাম্পেইনের আওতায় ১২ জন বিজয়ীকে স্মার্টফোন দেওয়া হয়। ক্যাম্পেইনটি চলবে ৩ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।