ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬১টি সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
৬১টি সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

ঢাকা: ৩ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে ৬১টি ছোট-বড় সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে একটি চুক্তি স্বাক্ষর করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
 
বুধবার (০২ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে চুক্তি স্বাক্ষর হয়।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে এসব সেতু নির্মাণ করা হবে।

সেতুগুলো নির্মাণে জাপান সরকার প্রকল্প সহায়তা দেবে প্রায় ২ হাজার কোটি টাকা।

চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকোশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে ওরিয়েন্টাল কনসালটেন্ট কোম্পানি লি., জাপানের প্রকল্প ব্যবস্থাপক তমোয়ুকি ফুকোসিমা স্বাক্ষর করেন।
 
পাশাপাশি এসময় কক্সবাজার জেলার চকোরিয়ার একতা বাজার থেকে মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত প্রায় ৪৪ কিমি. দীর্ঘ সড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে পরামর্শক নিয়োগের চুক্তিও স্বাক্ষরিত হয়।
 
মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ সড়ক হিসেবে এ চারলেন সড়কটি নির্মিত হবে।

প্রায় ৬শ’ দুই কোটি টাকা ব্যয়ে চারলেন প্রকল্পে জাপানি সহায়তা থাকছে প্রায় ৫শ’ পাঁচ কোটি টাকা।
 
প্রকল্পের চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে এসএমই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের অস্ট্রেলিয়া’র কান্ট্রি ম্যানেজার মো. সামিউল হোসেন স্বাক্ষর করেন।
 
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীসহ ঢাকাস্থ জাইকা অফিস ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।