ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লিমিটেডের উৎপাদিত পণ্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) বিডিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, মঙ্গলবার (০১ মার্চ) সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও ডিজেল প্ল্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, বিডিপির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর পর এক নৈশভোজের আয়োজন করা হয়।

বর্তমানে বিডিপির ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে জুট মিল, ফিড মিল, বাংলাদেশ সমরাস্ত্র কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রস্তুতকরণ, ড্রেজিং ও ক্ষুদ্রসেচ প্রকল্প কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় এমএস পাইপ প্রস্তুতকরণ, বিআরইবি’র জন্য ইলেক্ট্রিক লাইন হার্ডওয়ার ও গ্রাউন্ডিং ইলেকট্রোড প্রস্তুতকরণ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।