ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্লিজ আমাদের স্টলটা ভিজিট করে যান’

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
‘প্লিজ আমাদের স্টলটা ভিজিট করে যান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘হ্যালো, প্লিজ আমাদের স্টলটা ভিজিট করে যান। মেলা উপলক্ষে বিশেষ ছাড় আছে’- স্মার্ট তরুণীদের এমন মনকাড়া আবেদনে যেকোনো মানুষ ক্রেতা হোক বা না হোক স্টলটা ঘুরে দেখছেন।

পছন্দ হলে কিনছেন।

বুধবার (০২ মার্চ) বিকেলে খুলনার বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় এমন দৃশ্যের দেখা মেলে।

নগরীর শামসুর রহমান রোডের সাবেক জোহরা খাতুন স্কুল প্রাঙ্গনে মঙ্গলবার (০১ মার্চ) তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। এক্সক্লুসিভ কানিজ হেয়ার অ্যান্ড বিউটির আয়োজনে এ মেলা শেষ হবে বৃহস্পতিবার (০৩ মার্চ) রাতে।

মেয়েরা বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গাঁদা ফুলের মালা, ছেলেরাও বাসন্তী রঙের পাঞ্জাবি পরে মেলায় এসেছেন। কিনছেন, খাচ্ছেন, ঘুরছেন, সেলফি করছেন অনেকেই।

মেলার বিভিন্ন স্টলে রয়েছে ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবার, পিঠা, বিউটি কুইজ, মেহেদী, জুয়েলারি, প্রসাধনী ইত্যাদি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা চলছে। মেলার শেষ দিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।   

মেলায় আসা ক্রেতা মুর্শিদা আক্তার রনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশে এখন এসব প্রকৃতির উৎসব আগের চেয়ে অনেক ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হয়। যেটা দেখে খুবই ভালো লাগে। ভালো লাগা থেকেই এখানে আসা। বিশাল আয়োজন এবং বহু নর-নারী, শিশু-কিশোরদের উপস্থিতি উত্সবপ্রিয় বাঙালিকে একই সুতায় গেথেছে।

নগর বুটিকসের খুরশিদা আক্তার বাংলানিউজকে বলেন, বাঙালি জাতির ঐতিহ্য-সংস্কৃতির অনুষঙ্গ বসন্ত। তারুণ্যের প্রাণের বসন্তকে আরও প্রাণবন্ত করতে আমাদের পোশাকে বসন্তের ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। যে কারণে মেলায় আমাদের তৈরি পোশাকগুলোর চাহিদা বেশি।  
হ্যাপী বুটিকসের হ্যাপী আলম বলেন, মেলায় বেচা-কেনা ভালো হচ্ছে। শৌখিন ক্রেতারা আমাদের তৈরি পোশাক কিনছেন।

তৈয়েবা চেমী বলেন, এ মেলাকে খুলনার নারীরা উৎসব হিসেবে দেখছেন। তাই ছেলে-মেয়ে নিয়ে আসছেন, কিনছেন।

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র তৈয়্যেবুর রহমানের স্ত্রী লায়লা রহমান বাংলানিউজকে বলেন, বসন্ত উৎসব কেবল উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। সে ঐতিহ্যের ইতিহাসকে ধরে রেখে বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মকে ছড়িয়ে দিতে হবে।

তিনি এ ধরনের উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান।

এক্সক্লুসিভ কানিজ হেয়ার অ্যান্ড বিউটির স্বত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা কানিজ সুলতানা বাংলানিউজকে বলেন, বসন্ত মানেই উৎসব। শীত শেষের মিষ্টি হিমেল হাওয়ায় মুখর থাকে চারপাশ। এ সময়টাই তো মেলার আয়োজনের। সেদিক বিবেচনা করে নারীদের স্বাবলম্বী করতে এ মেলার আয়োজন।

তিনি জানান, মেলার শেষদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
 
বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা,  মার্চ ০২, ২০১৬
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।