ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমেই চলেছে রেমিট্যান্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
কমেই চলেছে রেমিট্যান্স

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম থেকেই মন্দাভাব দেখা যাচ্ছে রেমিট্যান্স প্রবাহে। বছরের দ্বিতীয় ও অর্থবছরের অষ্টম মাসে রেমিট্যান্স আরো কমেছে।



ফেব্রুয়ারিতে আসা রেমিট্যান্স জানুয়ারির চেয়ে এক দশমিক ৬৯ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ দশমিক ১৪ শতাংশ কম। আর চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের অর্থবছরের ৮ মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে এক দশমিক শূন্য ৫৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে ১১৩ কোটি ১৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের মাস জানুয়ারির তুলনায় যা এক কোটি ৯২ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ কোটি ৮২ লাখ ডলার কম।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ৯৭৬ কোটি ৯২ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে পাঠানো অর্থের পরিমাণ ছিল ৯৯২ কোটি ডলার।

এ হিসেবে একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১৫ কোটি আট লাখ ডলার। অর্থাৎ এক দশমিক ৫৪ শতাংশ কমেছে। গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে রেমিট্যান্স কমেছিল ৯ কোটি ১২ লাখ ডলার যা, এক দশমিক শূন্য ৫ শতাংশ।

বর্তমানের এ ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে কমবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।