ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ঋণ পেলেন রাখাইন ৫ নারী উদ্যোক্তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের ঋণ পেলেন রাখাইন ৫ নারী উদ্যোক্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কুয়াকাটা শাখায় রাখাইন পাঁচ নারী উদ্যোক্তাকে এসএমই ঋণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।



বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ‘আলো আলো আলো ফাউন্ডেশন’র আয়োজনে দিনব্যাপী ‘আদি নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের দারিদ্র্যতা নিরসন ও অবক্ষয় রোধ’ বিষয়ক আলোচনা সভায় এ ঋণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম।

এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সেলিমা আখতার, কুয়াকাটা শাখার ব্যবস্থাপক রুমি ইমরোজ রশিদ এবং আলীপুর শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান সোহাগসহ ‘আলো আলো আলো ফাউন্ডেশন’র কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।