ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের ভরিতে ১২২৫ বাড়লো স্বর্ণের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ফের ভরিতে ১২২৫ বাড়লো স্বর্ণের দাম ছবি: ফাইল ফটো

ঢাকা: প্রায় এক মাসের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ২২৫   টাকা।



এ নিয়ে চলতি বছরের গত তিন মাসে চার দফায় বেড়েছে স্বর্ণের দাম। যা টাকার অঙ্কে ৪ হাজার টাকার বেশি।

শনিবার (০৫ মার্চ) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসছে বুধবার অর্থাৎ ৭ মার্চ থেকে নতুন এ দাম কার্যকর হবে। বাড়তি দামে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ১৯০ টাকায়।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা।

এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।

এদিকে নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি  বিক্রি হবে ৪৪ হাজার ৯০ টাকায়। যা বর্তমানে ৪২ হাজার  ৮৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৭ হাজার ৪৪২ টাকায়। তবে মঙ্গলবার পর্যন্ত এ দাম থাকবে ৩৬  হাজার ২১৬ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ৩৬০ টাকা। যার বর্তমান দাম ২৫ হাজার ১৩৬ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি র‍ূপার দামও বাড়ানো হয়েছে বলে  জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, আগে প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হলেও বুধবার থেকে তা ১ হাজার ১০৮ টাকায় কিনতে হবে। অর্থাৎ প্রতি ভরিতে রোপ্যের দাম বেড়েছে ৫৮ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশেও তা সমন্বয় করা হয়েছে।
বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪  ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।