ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইস্কাটনে সচিবদের ১১৪টি ফ্ল্যাট, মঙ্গলবার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ইস্কাটনে সচিবদের ১১৪টি ফ্ল্যাট, মঙ্গলবার অনুমোদন

ঢাকা: ২৭৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর ইস্কাটনে ১১৪টি ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছে সরকার। সাড়ে ৭ বিঘা জমিতে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য উন্নতমানের আবাসনের ব্যবস্থা করা হবে।



২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন মেয়াদে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে।
 
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার (০৮ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি কার্তালিকায় রাখা হয়েছে। প্রকল্পের গুরুত্বের কথা বিবেচনা করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।

একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। মঙ্গলবার সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে  এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
আমলাদের  নিরাপদ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসনের জন্য এ উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদফতর। সকল সচিবের জন্য একই ধরনের আবাসন ব্যবস্থা করা হবে।
 
গণপূর্ত অধিদফতর সূত্র জানায়, রমনার ইস্কাটনে ৭ দশমিক ৬৩১ বিঘা সরকারি জমিতে বিদ্যমান পাঁচটি টেনামেন্ট হাউজ(১-৫ নং) রয়েছে যেখানে  পাঁচজন গুরুত্ত্বপূর্ণ ব্যক্তি বসবাস করেন। প্রকল্পের আওতায় এ সকল ভবন ভেঙে তিনটি ভবনে ১১৪টি ফ্ল্যাটনির্মাণ করা হবে। এতে করে ১১৪ জন সিনিয়র সচিব, সিচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের পরিবারকে আবাসন সুবিধা দেয়া হবে।
 
গণপূর্ত অধিদফতর সূত্র জানায়, ঢাকার ইস্কাটনে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য আবাসন ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণপূর্ত অধিদফতর সূত্র জানায়, প্রকল্পের আওতায় তিনটি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ২০তলা ভবনে ৩৮টি করে ফ্ল্যাট নির্মাণ করা হবে। সিনিয়র সচিবদের জন্য ৩৪৯০ বর্গফুটের ৩৮টি ফ্ল্যাট ও সচিবদের জন্য ৩৪৭০ বর্গফুটের ৩৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। অন্যদিকে গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ৩৪৫৫ বর্গফুট আয়তনের ৩৮টি ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার।
 
৩৭১ দশমিক ৬০ বর্গমিটার আয়তনে চারতলা বিশিষ্ট একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পাশাপাশি পানি সরবরাহ ও বিদ্যুতায়নের আধুনিক ব্যবস্থা থাকবে। ৩৭১ দশমিক ৬০ বর্গমিটার আয়তনে চারতলা বিশিষ্ট একটি কমিউনিটি বিল্ডিং নির্মাণ করা হবে।
 
আমলাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থার পাশাপাশি সুইমিংপুল, লন টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, গভীর নলকূপ, এসটিপি, ড্রিংকিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ইত্যাদিসহ আনুষঙ্গিক কাজ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমএমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।