ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালাল ব্যাংকে সাইবার ক্রাইম বিষয়ে কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
শাহজালাল ব্যাংকে সাইবার ক্রাইম বিষয়ে কর্মশালা

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ‘সাইবার ক্রাইম রিক্স মিটিগেশন’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ মার্চ) রাজধানীর দিলকুশায় ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন প্রধান অতিথি ও আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি সাইবার ক্রাইমের বিভিন্ন ধরণ ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা ও নির্বাহীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও আইটি বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম এবং ইভিপি ও ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।