ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে রাজস্ব সংলাপ-২০১৬ অনুষ্ঠিত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সাভারে রাজস্ব সংলাপ-২০১৬ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): দেশ গঠনে রাজস্ব কার্যক্রমে অংশীদারিত্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবার আগে কর দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।



তারা বলেছেন, কর ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে করদাতাদের স্বার্থে। তারপর-ও কর্মকর্তাদের কারো সম্পর্কে কোনো সংশয় অবিশ্বাস থাকলে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছে রাজস্ব আহরণে নিয়োজিত সরকারি এই সংস্থাটি।

যেখানে ১৯৭২ সালে ১৬৬ কোটি টাকা রাজস্ব আদায় হতো সেখানে বর্তমানে ১ কোটি ৭৬ লাখ ৩৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে সাভার উপজেলা মিলনায়তনে জাতীয় রাজস্ব রোর্ড আয়োজিত অংশীজনদের সঙ্গে আয়োজিত রাজস্ব সংলাপে এ কথা বলেন রাজস্ব কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

করদাতারা কাষ্টমস ও কর প্রদানে বিভিন্ন কার্যালয়ে হয়রানির অভিযোগ করেন। জবাবে রাজস্ব কর্মকর্তারা বলেন, কর বিভাগ নিজেই এগিয়ে এসেছে। তারা এখন করদাতাদের দোর গোঁড়ায়। কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়- রাজস্ব প্রদানে সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের সক্ষম ৬০ ভাগ মানুষ এখনো কর প্রদানের বাইরে রয়েছেন। তাদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হলে সত্যিই দেশ এগিয়ে যাবে। রূপকল্প বাস্তবায়নে কোনো বাধা আর থাকবে না। এসময় ১৫ জন নতুন কর দাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিল্লার রহমান,  জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সিআইসির মহাপরিচালক বেলাল উদ্দিন, কর কমিশনার শাহীন আক্তার, কাস্টমস কমিশনার মতিউর রহমান, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।