ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ’র অগ্রিম বুকিং শুরু রবি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ’র অগ্রিম বুকিং শুরু রবি’র

ঢাকা: বাজারে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের চাহিদার কথা মাথায় রেখে অগ্রিম বুকিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

সর্বাধুনিক এ মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা রবি’র সুপার ফাস্ট ইন্টারনেটসহ সব ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।



সম্প্রতি চালু হওয়া ক্যাম্পেইনটি আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে বলে বুধবার (০৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।

রবি’র গ্রাহকরা www.prebookS7.com/robi সাইটে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের অগ্রিম বুকিং দিতে পারবেন। বুকিং নিশ্চিত করতে দেশজুড়ে যেকোনো রবি সেবায় ৭ হাজার ৯০০ টাকা মূল্য পরিশোধ করে বুকিংটি নিশ্চিত করতে হবে।

অগ্রিম বুকিং অফারের পাশাপাশি গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে শুরু করে পছন্দমতো কিস্তি পরিশোধের স্কিম গ্রহণ করে এ অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অগ্রিম বুকিং চলাকালে রবি গ্রাহকরা ১০ জিবি বোনাস ইন্টারনেট ডাটার পাশাপাশি বিনামূল্যে পাবেন স্যামসাং গিয়ার ভিআর অথবা লেভেল ইউ প্রো ও ক্লিয়ার ব্যাক কভার। সঠিক সময়ে গ্রাহককে তার ফোনটি নেওয়ার জন্য অনুরোধ করা হবে।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে গোল্ড বা ব্ল্যাক রঙে। সঙ্গে থাকবে এক বছরের ওয়ারেন্টি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।