ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসবিএসি ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) এসবিএসি ব্যাংক থেকে পাঠানো হেড অব পিআরডি আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে গ্রাহকরা এসবিএসি ব্যাংকের মাধ্যমে ওয়াসার বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, ক্রেডিট বিভাগের প্রধান হারুন-অর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসই/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।