ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্যামসাং বিগ উইন অফার!

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
স্যামসাং বিগ উইন অফার!

ঢাকা: স্যামসাং মোবাইল বাংলাদেশে বিভিন্ন স্মার্টফোনে নিয়ে এলো বিগ উইন অফার। গ্রাহকরা এখন নতুন মূল্যে তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি হ্যান্ডসেট কিনলেই পাচ্ছেন একটি সেডান কার ও প্রতিদিন ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ।



গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, গ্যালাক্সি জে১ এইস, গ্যালাক্সি জে২, জে৫ অথবা গ্যালাক্সি জে৭ মডেল থেকে পছন্দের হ্যান্ডসেটটি কিনে এ অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

নতুন মূল্যে গ্রাহকরা এখন থেকে স্যামসাং গ্যালাক্সি জে৭ হ্যান্ডসেটটি ১৯ হাজার ৯৯০ টাকা (পূর্ব মূল্য ২১,৯৯০ টাকা), গ্যালাক্সি জে৫ ১৬ হাজার ৯০০ টাকা (পূর্ব মূল্য ১৮,৯৯০ টাকা), গ্যালাক্সি জে২ ১১ হাজার ৪৯০ টাকা (পূর্ব মূল্য ১২,৯৯০ টাকা) গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ১৩ হাজার ৪৯০ টাকা (পূর্ব মূল্য ১৪,৯০০ টাকা) এবং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেটটি ৮ হাজার ৯৯০ টাকায় (পূর্ব মূল্য ৯,৪৯০ টাকা) কিনতে পারবেন।

নতুন মূল্য ছাড়াও হ্যান্ডসেটগুলোতে থাকছে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্য ছাড়। এছাড়াও সৌভাগ্যবান গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ। ক্যাম্পেইন শেষে গ্রাহকদের জন্য মেগা প্রাইজ হিসেবে থাকছে আরও একটি সেডান কার।

স্টক থাকা পর্যন্ত পুরো মার্চ মাস জুড়ে এ অফার চলবে। দেশব্যাপী স্যামসাংয়ের সব অনুমোদিত স্টোরে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।